Home / Articles / মা দিবস, আসমা খান;Mother’s Day Asma Khan

মা দিবস, আসমা খান;Mother’s Day Asma Khan

মা দিবস, আসমা খান;Mother’s Day Asma Khan

মা দিবসে আমার মনে হয়

অতীতের সময় বুঝি ছিল দুঃসময়

উপকথায় বহাল বহুকাল ধরে।

মরুভূমিতে ছোটছুটি পাহাড়ে পাহাড়ে

নির্বাসিত রমণী বাস্তুহারা

শিশুসহ মা হাজেরা।

সব সময় মানুষের মঙ্গল রাখে ধরে

সংসারে, আঁতুরে, অথবা রসুই ঘরে

এক অসমাপ্ত সেতু

যেহেতু

মনের গহীনে আছে স্বপ্ন সিন্দুক

উৎসুক মা যেন সহিষ্ণ ঝিনুক

মুক্তো ফলায়। অবুঝ শিশুর সাথে

ছায়ার মত সতর্ক পাহারায়।

আধুনিক সময় আরো জটিল আমার মনে হয়

প্রযুক্তির জয়ে মুঠোফোনে  মোহের সময়

আধুনিক বিশ্বলোকের মানচিত্রের চরাচর

মানুষের সম্পর্কের টানাপোড়েন

ভুমিধ্বসের চেয়েও ভয়ংকর

জনারন্যেই মায়েরা নির্বাসিত,

বিচ্ছেদ মিলন বেতারে বেতারে

দিশেহারা। সবার সামনেই চুপিসারে

উন্মুখ বন্ধুত্বের কৌতুক, মগ্ন উৎসুক

খোঁজে ‘লাইক’  সারাক্ষন খোলা ফেসবুক!!

শুধু একদিনে মাতৃত্ব উদযাপনের নয়

মায়ের সর্বক্ষনের দোয়া সন্তানের অমুল্য সঞ্চয়।

About admin

Check Also

give1-300x76

ইমিগ্রান্ট কড়চা (CBET), আসমা খান Immigrant Diary (CBET), Asma Khan

ইমিগ্রান্ট কড়চা (CBET), আসমা খান Immigrant Diary (CBET), Asma Khan স্কুলে আমাদের পন্ডিত স্যার বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *