Home / Articles / পরিচয়, আসমা খান, Identiy, Asma Khan

পরিচয়, আসমা খান, Identiy, Asma Khan

পরিচয়, আসমা খান, Identiy, Asma Khan

মনে করুন কথার কথা, মেনে নিয়ে বাস্তবতা

কি হবে আমাদের পরিচ্‌য়, অনিশ্চিত সময়

বাদামী শিকড়ের ছাপ সর্বাঙ্গে,

আমাদের ঝগড়াটে স্বভাবের নিজস্ব খাঁচা

ধর্ম, বর্ণ, ঐতিহ্য বা আদর্শ নিয়ে বাঁচা

এ দেশে জীবনের শুরুটা রুখু মানতেই হয়।

আলো ঝল মল বিকি কিনির এ জগৎ

প্রাপ্তী ও প্রত্যাশায় ভগ্ন মনোরথ

গহন গোপনে কোন এক অসহায় বোধ

দায় শোধ? প্রত্যাশার আকুল অনুরোধ?

পাতার নিবিড় ছায়া, ন্যাড়া গাছের শরীরে

স্নিগ্ধতা ছড়ায় যে ভাবে ধীরে ধীরে

অচেনা নাগরীক ভিড়ে, দলে দলে পথ চলে

কেউ যায় ফিরে। কেন মনের গভীরে

বিষ্মিত আমি, পুবের এক তামাটে বাদামী

জানি পরিচয়ের নিজস্বতা সবচেয়ে দামী।

আমাদের খিল দেয়া ঘরে, আলোকিত করে

লালিত স্বপ্ন, কাঙ্ক্ষিত আগামী… …

স্রোতের উজানে গিয়ে ভিন্ন মাঙ্গলিক কিছু করা

আবহে মনোযোগঃ পযন্ম পরস্পরা।

যদিও প্রতিটি গৃহ কোনের নিজস্ব উঠোনে

দেশী গুজবের গঞ্জনা আর বাস্তবের বৈরী দহনে

এবং সম্ভাবনার মুক্ত প্রাঙ্গনে তরুণেরা শোনে…

আগামীর ডাক হাতের মুঠো ফোনে।

রুজির হাহাকার, চাকুরীটা ভারী দরকার

এ বাজারে যোগ্যকে রোখে এ সাধ্য কার?

বিশ্বায়নে তারুণ্যের কর্ম সফল জয় গান

সাদা, কালো, বাদামী যোগ্যতায় সব সমান সমান?

About admin

Check Also

give1-300x76

ইমিগ্রান্ট কড়চা (CBET), আসমা খান Immigrant Diary (CBET), Asma Khan

ইমিগ্রান্ট কড়চা (CBET), আসমা খান Immigrant Diary (CBET), Asma Khan স্কুলে আমাদের পন্ডিত স্যার বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *